১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ৩রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

গঙ্গা চুক্তি: মমতার দাবি প্রত্যাখ্যান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

প্রতিদিনের ডেস্ক॥
বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ মানতে রাজি নয় ভারতের কেন্দ্রীয় সরকার। দেশটির কেন্দ্রীয় সরকারি সূত্র জানিয়েছে, এই চুক্তি নিয়ে মমতা চিঠি লিখে যে অভিযোগ করেছেন, তা ঠিক নয়। শুক্রবার (২৮ জুন) সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখ্যমন্ত্রী মমতার করা অভিযোগ সারবত্তাহীন বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে গঙ্গা চুক্তির নবায়ন প্রসঙ্গটি আলোচনায় উঠে। গঙ্গার ৩০ বছরের পানি বণ্টন চুক্তির মেয়াদ ২০২৬ সালে শেষ হচ্ছে। চুক্তি নবায়ন বিবেচনার জন্য দুই দেশের মধ্যে কারিগরি একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রীদের বৈঠকের পর এ-সংক্রান্ত ঘোষণাও দেয়া হয়েছে। ৭৭৮৭চজওই ব্রিফিংয়ে গঙ্গার পানি বণ্টন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জয়সোয়াল পুরো অভিযোগ অস্বীকার করে বুঝিয়ে দেন, সরকারি তথ্য ও মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগের মধ্যে কোনো মিল নেই। তিনি বলেন, গঙ্গা চুক্তি নবায়নের বিষয়টির আন্তর্জাতিক পর্যালোচনা হবে। সে জন্য একটি অভ্যন্তরীণ কমিটি গঠিত হয়েছে। সেই কমিটির প্রতিটি বৈঠকে এই চুক্তির সঙ্গে সম্পর্কযুক্ত সবাই যোগ দিয়েছেন। এমনকি পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিও যোগ দিয়েছেন। জয়সোয়াল বলেন, চলতি বছরের ৫ এপ্রিল সেই কমিটির বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাদের কী পরিমাণ শিল্প ও পানীয় জলের প্রয়োজন, সে কথাও জানানো হয়েছিল। ভারতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, অভ্যন্তরীণ কমিটি তাদের প্রতিবেদন ইতিমধ্যেই পেশ করেছে। আপাতত সেই প্রতিবেদন বিবেচনাধীন। উল্লেখ্য, গত সোমবার (২৪ জুন) ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি অভিযোগ করেছেন, উত্তরবঙ্গকে গায়ের জোরে পানি থেকে বঞ্চিত করার চক্রান্ত করা হয়েছে। তিনি আরো বলেছেন, আমাকে না জানিয়ে ফরাক্কার পানি বণ্টন চুক্তির নবায়ন করাটা ঠিক হয়নি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়