প্রতিদিনের ডেস্ক॥
দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কের ইতি টেনেছেন মালাইকা অরোরা ও অর্জুন কাপূর। এরমধ্যে প্রাক্তন স্বামী আরবাজ খানের সঙ্গে এখনো সম্পর্ক রেখেছেন মালাইকা। বিচ্ছেদ হলেও, ছেলে আরহান খানকে একসঙ্গেই বড় করছেন তারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা বলেন, যা-ই হয়ে যাক, সৌভাগ্যবশত আমরা ক্রমশ সামঞ্জস্য খুঁজে পেয়েছি। আমরা বুঝতে পারি, দু’জন প্রাপ্তবয়স্কের মধ্যে যত সমস্যাই থাক, তার প্রভাব যেন সন্তানের ওপর না পড়ে।