২০শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ৪ঠা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান

সুকুমার দাশ বাচ্চু, কালীগঞ্জ
যুব উন্নয়ন অধিদপ্তরধীন টেকনোলজি এমপ্লয়মেন্ট সেন্টার ওয়ান হুইলস ফর আন্ডার প্রিভেলেজড রুরাল ইয়ং পিপল অফ বাংলাদেশ টেকার দ্বিতীয় পর্যায় শীর্ষক প্রকল্পের মে -জুন ২০২৪ দুই মাস মেয়াদী কম্পিউটার বেসিক এন্ড নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার( ৩০ জুন) বেলা ২:০০ টায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মিলন কক্ষে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান উপলক্ষে প্রশিক্ষণ্থীদের সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশ কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন ,কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, প্রশিক্ষক তাইজুল ইসলাম, সহকারী প্রশিক্ষক ইমদাদুল হক, উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহমাদুল্লাহ বাচ্চু, প্রশিক্ষণ্থী জাহাঙ্গীর আলী ও ঐশী প্রমূখ। অনুষ্ঠানে দুই মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষার্থীদের ৪০ জনকে সনদপত্র ও সামানি ভাতা প্রদান করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়