২১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

ন্যাটোর ‘এশিয়া ভার্সন’ গঠন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রতিদিনের ডেস্ক॥
যুক্তরাষ্ট্র এশিয়ায় অশান্তি সৃষ্টি করতে ন্যাটোর আদলে সামরিক জোট গঠনের পায়তারা করছে বলে অভিযোগ করছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়। খবর তাসের। বিবৃতিতে বলা হয়ে, ন্যাটোর ‘এশিয়া ভার্সন’ গঠন করতে যাচ্ছে আমেরিকা। সম্প্রতি মার্কিন বাহিনী জাপান সাগরে দক্ষিণ কোরিয়া ও জাপানকে নিয়ে একটি ত্রি-দেশীয় নৌমহড়া চালায়। আগে বেশ কয়েক দফা দক্ষিণ কোরিয়া ও জাপানকে নিয়ে পৃথকভাবে মহড়া চালালে এবার দুই মিত্রদেশকে সঙ্গে নিয়ে এ মহড়া চালালো। এ ঘটনার পরই নড়েচড়ে বসেছে উত্তর কোরিয়া। এটা যে পিয়ংইয়ংকে ভয় দেখানোর জন্যই করছে যুক্তরাষ্ট্র, এটা আর উত্তর কোরিয়ার বুঝতে বাকি নেই। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, ন্যাটোর আদলে এশিয়ায় জাপান ও দক্ষিণ কোরিয়াকে নিয়ে একটি সামরিক জোট গঠন করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এর ফলে কোরিয়া অঞ্চলে একটা অশান্তির সৃষ্টি হবে। যুক্তরাষ্ট্রের এই প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, ইউক্রেনকে একটা যুদ্ধের চক্রে ফাঁসিয়ে এবার দৃষ্টি দিয়েছে কোরিয়া অঞ্চলের দিকে। এখানেও একটা ঝামেলা পাকাতে চাচ্ছে যুক্তরাষ্ট্র।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়