১৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ২রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

যশোরে বিদ্যুৎতের বকেয়া বিল চাওয়ায় এক কর্মীকে মারপিটের ঘটনায় যুবক আটক

নিজস্ব প্রতিবেদক॥
যশোরে বিদ্যুৎ এর বকেয়া বিল চাওয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মীকে মারপিটে জখমের ঘটনায় দায়েরকরা মামলায় পুলিশ এনামুল গাজী (৩৪) নামে এক যুবককে আটক করেছে। তিনি যশোর সদর উপজেলার মানিকদিহি গ্রামের আছির উদ্দিন গাজীর ছেলে। এই ঘটনায় আরো তিনজনকে আসামি করে মামলা হয়েছে। অন্য আসামিরা হলো, ওই গ্রামের আতিয়ার রহমানের ছেলে আসলাম হোসেন (৩৮), আছির উদ্দিন গাজীর ছেলে ইকরামুল গাজী (৩৬) এবং আকরাম আলীর ছেলে আসাদ আলী (২১)। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম (প্রশাসন) নাবিব আহমেদ সাঈদ এজাহারে উল্লেখ করেছেন, আসামি আসলাম হোসেনের কাছে গত মে ও জুন মাসের ২হাজার ২শ’ টাকা পাওনা থাকে। সমিতির ওয়ারিং পরিদর্শক ফকরুল ইসলাম (৩৯) বকেয়া পরিশোধের জন্য বারবার তাগিদ দেন। কিন্তু আসামি আসলাম কোন কর্ণপাত করেনা। বকেয়া পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে বলেও জানিয়ে দেয়া হয়। গত শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ফকরুলসহ তিনজন কর্মী মানিকদিহি গ্রামের আসালামের বাড়িতে যান এবং বয়েকা বিল পরিশোধের জন্য বলে। সে সময় আসলাম রাগান্বিত হয়ে তাকে গালিগালাজ করে। গালি দিতে নিশেধ করায় অন্য আসামিরা মিলে ফকরুলকে মারপিট করে। তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে কিল ঘুষি মেরে জখম করে। গলা চেপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। পরে অন্যান্য লোকজন এগিয়ে আসলে আসামিরা তাদের ছেড়ে দেয়। পরে ফকরুলকে উদ্ধার করে যশোর জেনারলে হাসপাতালে ভর্তি করা হয়। এবং কোতয়ালি থানায় মামলা করা হয়। কোতয়ালি থানার এসআই তাপস কুমার আঢ্য জানিয়েছেন, মামলা হওয়ার পর মানিকদিহি গ্রাম থেকে আসামি এনামুল গাজীকে আটক করা হয়। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়