আব্দুল আলিম, সাতক্ষীরা
সাতক্ষীরার তালায় বিষধর সাপের কামড়ে আছিয়া বেগম (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুলাই) দুপুরে পারিবারিক কবরস্থানে দাফন তাকে করা হয়। মৃত আছিয়া বেগম রায়পুর গ্রামের নান্টু গাজীর স্ত্রী। এরআগে, রোববার (৩০ জুন) সন্ধ্যায় তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। তালা থানার ওসি মমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবার সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় গৃহবধূ আছিয়া বেগম বাড়ির গোয়ালঘর পরিস্কার করছিলেন। রাতের আধাঁরে গোয়াল ঘরে থাকা বিষধর সাপটি তাকে কামড় দেয়। তার ডাকচিৎকারে পরিবারসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় গৃহবধু আছিয়ার। খবর পেয়ে আজ সকালে খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু মৃত আছিয়া বেগমের বাড়িতে গিয়ে শোকহত পরিবারে প্রতি সমাবেদনা জানান।