মাগুরা প্রতিনিধি॥
মাগুরা সদর উপজেলার সিংহডাঙ্গা গ্রামের পলাশ মন্ডল নামে এক মাদক ব্যবসায়ীকে ৩৫ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১ জুলাই) সদর থানা ও শত্রুজিতপুর পুলিশ ফাড়ি যৌথ অভিযান চালিয়ে সিংহডাঙ্গা গ্রামের মান্নাফ মণ্ডলের পুত্র মাদক ব্যবসায়ী পলাশ মণ্ডলকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।তার হেফাজতে থাকা ৩৫ কেজি গাঁজা যা তার বাড়ির মধ্যে মাটিতে পুতে রাখা অবস্থায় পুলিশ উদ্ধার করেছে। আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলার রুজু হয়েছে।