মাগুরা প্রতিনিধি॥
মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা গ্রামের শিকদার পাড়ার পাটক্ষেত থেকে বাক প্রতিবন্ধী এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে হুসনেয়ারা (২০) নামে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। হুসনেয়ারা স্বজনেরা জানায়, দিন দশেক আগে বাড়ি থেকে নিখোঁজ হয় হুসনেয়ারা। রোববার বাড়ির কাছাকাছি একটি পাটক্ষেতে মেয়েটির ক্ষতবিক্ষত মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটিকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।