২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

সোহাগ আলী, কালীগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জে হিরো উমেন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার বিকালে কালীগঞ্জ শহরের বলিদাপাড়াস্থ সুনিকেতন সেমিনার কক্ষে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার, বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার সার্বিক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব আমজাদ আলী ও ফাইজুর রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস রুপালি। হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সুনিকেতন পাঠশালার সহকারী শিক্ষিকা সুফিয়া খাতুন। অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলার স্কুল পযায়ের ১০জন মেয়ে এবং কলেজ পর্যায়ের ২৯জন মেয়েকে এপ্রিল-জুন ২০২৪ তিন মাসের এককালিন বৃত্তির টাকা প্রদান করা হয়। স্কুল পর্যায়ে ১২০০ টাকা এবং কলেজ পর্যায়ে ১৫০০ টাকা করে প্রদান করা হয়। এদিকে ৮৭ বছর বয়সী জাপানি নারী হিরোকো কোবাইসির আর্থিক সহযোগিতায় ঝিনাইদহের কালীগঞ্জ উপঝেলায় ৪০জন এবং পঞ্চগড় জেলার বোদা উপজেলায় ৪০জন গরীব মেধাবী মেয়েকে এই হিরো উমেন স্কলারশীপ প্রদান করা হয় ২০০৩ সাল থেকে। স্কুল পযায়ে ৮ম শ্রেণী থেকে মাষ্টাস্ট পর্যন্ত গরীব মেধাবী মেয়েরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়