২০শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ৪ঠা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

ক্রোমে যুক্ত হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক ফিচার

প্রতিদিনের ডেস্ক॥
অ্যান্ড্রয়েডের ক্রোম ব্রাউজারে ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক ফিচার যুক্ত করতে যাচ্ছে গুগল। এর মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো ওয়েবসাইটের কনটেন্ট ব্যাকগ্রাউন্ড চালু রাখতে পারবে। গুগলের মতে, নতুন ফিচারের ফলে লিসেন টু দিস পেজ অপশনটির ব্যবহার আরো বাড়বে। খবর অ্যান্ড্রয়েড অথরিটি।
বর্তমানে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ক্রোমে অডিওবুকের মতো ওয়েব পেজ পড়ে শুনতে পারেন। এ সময় স্ক্রিনের নিচে একটি মিনি-প্লেয়ারও দেখা যায়। একই সঙ্গে ব্যবহারকারীরা চাইলে ওয়েব পেজ পড়ে শোনানোর ভয়েস কন্ট্রোল করতে পারে। তবে ফিচারটি শুধু ক্রোম অ্যাপটি ওপেন থাকা অবস্থায় চলে। গুগল ক্রোম থেকে অন্য অ্যাপে চলে গেলে সবকিছু বন্ধ হয়ে যায়।
ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক নামের নতুন এ ফিচার বন্ধ থাকলেও এটি ব্যবহারকারীকে আর্টিকেল পড়ে শোনার সুবিধা দেবে। প্রযুক্তি ওয়েবসাইট এমএস পাওয়ারইউজার প্রথম এ ফিচার সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছে। আগে থেকেই ক্রোমের ডেস্কটপ কম্পিউটারে ব্রাউজারে ব্যাকগ্রাউন্ড প্লেব্যাকের ফিচারটি রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়