মোঃ মহিউদ্দীন, ঝিনাইদহ
ঝিনাইদহ জেলায় সদর উপজেলার সাবেক চেয়ারম্যানের বাড়ি থেকে ককটেল তৈরির সরঞ্জামসহ ১৭টি ধারালো অস্ত্র ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। সোমবার (১ জুলাই) সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ধোপাবিলা গ্রামের আশরাফুল ইসলাম আশরাফের বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়। ঝিনাইদহ সদর সার্কেল মীর আবিদুর রহমান ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে আশরাফের বাড়িতে বিকট শব্দ হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে ঘরের বিভিন্ন স্থান থেকে একটি ককটেল, কৌটা, পাউডারসহ ককটেল তৈরির সরঞ্জাম, একটি ম্যাগজিন ও বড় আকৃতির ১৭টি রামদা উদ্ধার করে। বাড়িতে কেউ না থাকায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত সাবেক চেয়ারম্যান আশরাফুল আলম গা ঢাকা দিয়েছে।

