২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

ভারত থেকে আসা ট্রাকে মিললো ফেনসিডিল, চালক আটক

নিজস্ব প্রতিবেদক
বেনাপোল স্থলবন্দর দিয়ে আসা পণ্যবাহী একটি ভারতীয় ট্রাক থেকে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে কাস্টমস ও বিজিবি সদস্যরা। এ সময় ভারতীয় ট্রাক চালক রফিকুল মণ্ডলকে (২৪) আটক ও ট্রাকটিকে জব্দ করা হয়। সোমবার (০১ জুলাই) রাতে বেনাপোল বন্দরের শেড থেকে তাকে আটক করা হয়। আটক ট্রাক চালক ভারতের পেট্টপোল সীমান্তের নাছির আলী মণ্ডলের ছেলে। কাস্টমস ও বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের শেডের সামনে (WB 25 E 2372) ভারতীয় ট্রাক তল্লাশি করা হয়। এ সময় ট্রাক চালকের সিটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। কাস্টমসের ডিসি অথলো চৌধুরী বলেন, ভারত থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়। এ ঘটনায় মাদক উদ্ধার ও ট্রাক চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়