২০শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ৪ঠা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

যশোরে হরিজনদের মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক॥
২ জুলাই মঙ্গলবার এক বিক্ষোভ মিছিল যশোর লাল দীঘিপাড় থেকে মিছিল শুরু হয় এমকে রোড, দড়াটানা হয়ে প্রেসক্লাব এর সামনে সমাবেশ হয়। বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, যশোর জেলা শাখার উদ্যোগে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, যশোর জেলা সভাপতি খোকন চন্দ্র বিশ্বাস। পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক বিষ্ণু হরিজন। বক্তব্য রাখেন পৌরসভা শ্রমিক ইউনিয়নের সভাপতি মতি লাল, পৌরসভা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক হিরন লাল সরকার, সহ-সভাপতি গোলাপ চাঁন, ক্যাশিয়ার কালু বিশ্বাস, ক্রীড়া সম্পাদক জনি বিশ্বাস, সমাজ কল্যাণ সম্পাদক বাবু হরিজন ও সাবেক সভাপতি রাজেন্দ্র বিশ্বাস প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ঢাকার বংশালে মিরনজিল্লা হরিজন কলোনি উচ্ছেদ অভিযান বন্ধ করতে হবে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক অন্যায়ভাবে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রন্থ পরিবারগুলিকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন, শত শত বছর ধরে বসবাসকারী হরিজনদেরকে তাদের বসবাসকৃত ভূমিতে মালিকানা প্রদান এবং মানসম্মত বাসস্থান নির্মাণ করতে হবে। প্রতি হরিজন পরিবার থেকে অন্তত একজনকে সকল সিটি কর্পোরেশন ও পৌরসভাতে চাকরি প্রদানসহ সকল হরিজনদের চাকুরির নিশ্চয়তা প্রদান করতে হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়