২১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

লবণ দানার চেয়ে ছোট ব্যাগ ৬৮ লাখে বিক্রি

প্রতিদিনের ডেস্ক॥
লবণ দানার চেয়ে ছোট একটি ব্যাগ। তৈরি করা হয়েছে লুই ভিটনের জনপ্রিয় ব্যাগের আদলে। এটি সুঁইয়ের ফুটো দিয়ে বের হয়ে যাবে অবলীলায়। খালি চোখে দেখা কষ্টসাধ্য এ ব্যাগের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকদিন আগে পোস্ট করে প্রস্তুতকারী প্রতিষ্ঠান মিসচিফ। এরপর থেকে আলোচনায় থাকা মাইক্রোস্কোপিক হ্যান্ডব্যাগ নামে বিচিত্র এ ব্যাগ সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে ৬৮ লাখ টাকায় (৬৩ হাজার ডলার)। গত বুধবার অনলাইনে হয় এ নিলাম। আয়োজন করেছে জুপিটার নামে অনলাইনভিত্তিক নিলাম আয়োজক প্রতিষ্ঠান। হলুদ-সবুজ রঙের ব্যাগটিতে লুই ভিটনের মনোগ্রাম ‘এলভি’ ব্যবহার করা হয়েছে। ব্যাগের সঙ্গে বিক্রি হয়েছে ডিজিটাল ডিসপ্লেসহ মাইক্রোস্কোপ, যার মাধ্যমে দেখা যাবে এটি। বিচিত্র ব্যাগটি নিয়ে ইনস্টাগ্রাম পোস্টে মিসচিফ লিখেছিল, ব্যাগটি লবণের একটি দানার চেয়েও ছোট এবং এতটাই পাতলা যে, সুচের ফুটো দিয়ে বের হয়ে যেতে পারবে। বাজারে বড়, সাধারণ আকৃতি ও ছোট হাতব্যাগ রয়েছে। তবে এটি হলো ব্যাগের আকার ছোট করার সবচেয়ে শেষ ধাপ। মিসচিফ আগেও এমন বিচিত্র সব জিনিস বানিয়ে তাক লাগিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে রাবারের তৈরি লাল রঙের উদ্ভট জুতা তৈরি করে সাড়া ফেলেছিল প্রতিষ্ঠানটি।
সূত্র: সিএনএন

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়