২১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

এখন হোয়াটসঅ্যাপে ছবি-ভিডিও পাঠানো আরও সহজ

প্রতিদিনের ডেস্ক:
বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। সারাক্ষণ হোয়াটসঅ্যাপে চ্যাটিং, ছবি-ভিডিও শেয়ার করছেন। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্ল্যাটফর্ম ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে।হোয়াটসঅ্যাপে শুধুই যে চ্যাট করা যায় তা কিন্তু নয়। হোয়াটসঅ্যাপে সবচেয়ে বেশি জনপ্রিয় এই অ্যাপের অডিও এবং ভিডিও কল পরিষেবা। এছাড়াও রয়েছে ছবি এবং ভিডিও পাঠানোর সুবিধা। হোয়াটসঅ্যাপের এই মিডিয়া ফাইল শেয়ারের ফিচার সম্পর্কে একটি নতুন আপডেট যুক্ত করতে চলেছে সংস্থা।হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে বলা হয়েছে, অ্যাপে কাউকে আপনি চ্যাটে ছবি কিংবা ভিডিও পাঠাতে গেলে যদি তা আটকে যায় অর্থাৎ মাঝপথে কোনো কারণে থেমে যায় তাহলে তা অ্যালার্টের মাধ্যমে ইউজারদের জানানো হবে। কিছু বিটা টেস্টারদের জন্য এই ফিচার এরই মধ্যেই উপলব্ধ হয়েছে। শিগগির সব ইউজারদের জন্য চালু হতে চলেছে হোয়াটসঅ্যাপের এই অ্যালার্ট। আগে হোয়াটসঅ্যাপে ছবি কিংবা ভিডিও পাঠাতে গেলে ওই মিডিয়া ফাইলের গুণমান নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু সেই সমস্যা অনেকদিন আগেই সমাধান করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। বর্তমানে হোয়াটসঅ্যাপে এইচডি কোয়ালিটির ছবি এবং ভিডিও পাঠানো যায়। তার জন্য অবশ্যই ডাটা বেশি খরচ হয়।ব্যবহারকারী চাইলে এইচডি কোয়ালিটির পরিবর্তে সাধারণ গুণমানের ছবি এবং ভিডিও পাঠাতে পারেন। মিডিয়া ফাইল পাঠানোর আগে তা কোন ধরনের কোয়ালিটিতে আপনি পাঠাতে চাইছেন তা বেছে নেওয়ার সুযোগ দেয় হোয়াটসঅ্যাপ সংস্থা। আর এবার কোনো মিডিয়া ফাইল হোয়াটসঅ্যাপে পাঠানোর সময় যদি মাঝপথে তা থেমে যায় বা পজ হয় তাহলে ব্যবহারকারী যাতে সেটা বুঝতে পারেন সেইজন্য তাকে অ্যালার্ট বা নোটিফিকেশনের মাধ্যমে সতর্ক করা হবে।এরই মধ্যে এই নতুন ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ সংস্থা। অতএব সব মাধ্যমে সব ব্যবহারকারীদের জন্য এই ফিচার চালু হতে এখনো কিছুদিন সময় লাগবে। আপাতত আইওএস ভার্সনে এই ফিচার চালু হবে বলে শোনা গিয়েছে। ধারণা করা হচ্ছে শিগগির অ্যান্ড্রয়েড ভার্সনেও এই ফিচার চালু হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়