২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

নবনির্বাচিত চেয়ারম্যানকে উপকারভোগীদের কার্ড বাতিলের পরামর্শ আ.লীগ সভাপতির

নিজস্ব প্রতিবেদক॥
যশোরে সামাজিক নিরাপত্তা বেষ্টনির প্রতিপক্ষের উপকারভোগীদের কার্ড বাতিলের পরামর্শ দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। গত মঙ্গলবার সদর উপজেলা পরিষদের নব নবনির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের দায়িত্বগ্রহন ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি নবনির্বাচিত চেয়ারম্যানকে এই পরামর্শ দেন। এসময় শহিদুল ইসলাম মিলন বলেন, আপনারা যে আশা নিয়ে আমাদের কথা শুনে ফন্টুকে (তৌহিদ চাকলাদার) ভোট দিয়েছেন, সেটা পূরণ হবে। এই সদর উপজেলা পরিষদ থেকে আমার দল মজবুত হতে হবে। দলের সংগঠনকে মজবুত করতে হবে। নির্বাচনের আগে যেসব চেয়ারম্যানরা ফন্টুর কর্মী সমর্থকদের বিভিন্ন কার্ড কেটে দিয়েছিলো। আপনি (তৌহিদ চাকলাদার ফন্টু) তাদের লোকদের রেশন কার্ডসহ বিভিন্ন কার্ড কেটে দিবেন। যাতে ওরা আর সুবিধা না পায়। যেমন কুকুর, সেরকম মুগুর। একদম সাইজ করে দিবেন। আপনার সঙ্গে জেলা আওয়ামী লীগ আছে। উপজেলা নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি সমর্থিত প্যানেল থেকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পরাজিত হয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের প্যানেল থেকে দুজন পাস করেছে। মহিলা ভাইস চেয়ারম্যান পাস না করাতে কষ্ট পেয়েছি। আমাদেরও লজ্জা করে। তিনি টাকার কাছে পরাজিত হয়েছেন। একজন অপরিচিত লোক শুধু টাকা ঢেলেছে, আর মানুষ খেয়েছে। যেমন রুহু, তেমন ফেরেস্তা। আসলেই মিলি টাকার কাছে হেরে গেছে। এবারই টাকার কাছে শেষ। সামনের বার তার জমানতও বাঁচবে না।’ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। তিনি বলেন, গত চেয়ারম্যানের সময়ে আমাদের দলের নেতাকর্মী কোন সুযোগ সুবিধা পায়নি। তাই জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাই এই জনগনই এই চেয়ারম্যানের কাছ থেকে সেবা বুঝে নিবেন। এই চেয়ারম্যানের কাছে আমার অনুরোধ, সদরের ১৫টি ইউনিয়নবাসী যেন, উপজেলাতে এসে মুখ কালো না করে যায়। সকল সেবা তাদের পৌঁচ্ছে দিবেন।’ সদর উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু ও পুরুষ ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল। এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। দায়িত্বগ্রহনের আগে বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু ও ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল। তবে উপস্থিত ছিলেন না স্থানীয় সংসদের সমর্থিত বিজয়ী মহিলা ভাইস চেয়ারম্যান বাশিনুর নাহার ঝুমুর। প্রসঙ্গত,যশোর জেলা আওয়ামী লীগ দুটি গ্রুপে বিভক্ত। একটি পক্ষের নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার অন্যটি স্থানীয় সংসদ কাজী নাবিল আহমেদ। উপজেলা নির্বাচনে শীর্ষ দুই নেতা দুটি প্যানেল ঘোষণা করেন। গত ৫ জুন অনুষ্ঠিত হওয়া নির্বাচনে শাহীন সমর্থিত চেয়ারম্যান ও পুরুষ ভাইস চেয়ারম্যান বিজয়ী হন। আর নাবিল প্যানেল থেকে বিজয়ী হন মহিলা ভাইস চেয়ারম্যান। ফলে উপজেলা রাজনীতির গ্রুপিংয়ের কারণে উপজেলা পরিষদের দায়িত্বগ্রহন অনুষ্ঠানে শাহীন সমর্থিত দুই জনপ্রতিনিধি উপস্থিত থাকলেও ছিলেন না নাবিল অনুসারী মহিলা ভাইস চেয়ারম্যান ও তাদের নেতাকর্মীরা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়