২১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

‘বাবর কোনোভাবেই টি-টোয়েন্টি খেলার যোগ্য নয়’

প্রতিদিনের ডেস্ক॥
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের দৌড় থেমেছিল গ্রুপপর্বেই। এমনকি প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা যুক্তরাষ্ট্রের কাছেও হেরেছে বাবর আজমের দলটি। যা নিয়ে তীব্র সমালোচনার মুখে পাকবাহিনী। সেই আগুনে নতুন করে ঘি ঢাললেন জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার শোয়েব মালিক। পাক অধিনায়ক বাবর কোনোভাবেই টি-টোয়েন্টি দলে থাকারও যোগ্য নয় বলে তিনি মন্তব্য করেছেন। ২০০৭ সালের পর এবারই প্ৰথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বের বাধা পেরোতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের কাছে হারের পর পাকিস্তান টুর্নামেন্টে টিকে থাকা নিয়ে শঙ্কায় পড়ে গিয়েছিল। তারপর ভারতের কাছে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয় বাবরদের। যদিও ব্যাট হাতে তিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। পাকিস্তান দেশে ফেরার পরেই সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা সমালোচনায় ছিন্নভিন্ন করেছেন অধিনায়ক বাবরকে। সেই দলে যুক্ত হলেন শোয়েব মালিক–ও। সম্প্রতি সামাজিক মাধ্যমে মালিকের বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল ‘স্টার স্পোর্টসে’র এক আলোচনায় তিনি বলেন, ‘আমাদের সেরা প্লেয়ার কে? আমাদের সেরা প্লেয়ার বাবর আজম। আমি শীর্ষস্থানীয় ৪-৫ দেশের কথা বলছি। এখন যে ফর্মে আছে, এটা নিয়ে বাবর কি সেই সমস্ত দলের প্ৰথম একাদশে জায়গা পাবেন? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতের হয়ে নির্দিষ্ট এই ফরম্যাটে (টি-টোয়েন্টি)? এর উত্তর হচ্ছে– না।’ এমনকি বাবরের অধিনায়কত্ব করাও উচিৎ নয় বলে মত শোয়েবের, ‘আমি জানি না তাকে কে বলেছে ক্যাপ্টেন্সি নাও, অনেক আগে থেকেই আমি তাকে এমন দায়িত্ব নিতে নিষেধ করে আসছি। আপনি ক্লাস প্লেয়ার, সেই ক্লাস তখনই কাজে লাগাতে পারবেন, যখন আপনার কাঁধে অতিরিক্ত দায়িত্ব নেই। বাবর-রিজওয়ান দুজনকেই আগে থেকে স্ট্রাইকরেট নিয়ে কাজ করতে বলা হয়েছিল। এরপর পাওয়ার প্লেতে শক্ত ভিত্তি গড়ে দিতে সাইম আইয়ুবকে নিয়ে আসা হলো, কিন্তু ১২০ স্ট্রাইকরেটের ম্যাচে তো সেটিও দরকার হচ্ছে না। কিন্তু আপনি অধিনায়ক, আপনার জন্য দারুণ পিচ এটি, তবুও আমি জানি না আপনার মনে কি চলেছে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে চেনা ফর্মে ছিলেন না বাবর আজম। ব্যাট হাতে মোটেও তিনি দাগ কাটতে পারেননি। ৪ ইনিংসে করেছেন মাত্র ১২২ রান। ৪০.৬৬ গড় থাকলেও, স্ট্রাইকরেট বেশ শোচনীয়, মাত্র ১০১.৬৬। এর আগে ওয়ানডে বিশ্বকাপে শোচনীয় ব্যর্থতার পর বাবর আজমকে নিজ থেকে পাকিস্তানের অধিনায়কত্ব ছাড়েন। তাকে সরিয়ে শাহিন আফ্রিদিকে নেতৃত্ব দেওয়া হয়েছিল দুটি সীমিত ফরম্যাটে। তবে মাত্র দু মাসের মধ্যেই শাহিনের নেতৃত্বের মেয়াদ শেষ হয়। বিশ্বকাপের ঠিক আগেই বাবরকে ফের অধিনায়ক হিসেবে ফেরানো হয়। তবে আবার–ও ব্যর্থ হওয়ার পর বাবরের নেতৃত্ব থাকবে কি না তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়