২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

অভয়নগরে প্রাণিসম্পদ দপ্তর থেকে গাঁজা গাছ উদ্ধার

অভয়নগর সংবাদদাতা॥
যশোরের অভয়নগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বর থেকে একটি গাঁজা গাছ উদ্ধারের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে গাঁজা গাছটি উদ্ধার করেন অভয়নগর থানা পুলিশ। প্রাণিসম্পদ দপ্তরের প্রধান গেটের পার্শে সীমানা প্রাচীরের পূর্ব দিকে একটি গাঁজার গাছটি দেখেন স্থানীয়রা পরে পুলিশ এসে গাছ উদ্ধার করে নিয়ে যায়। এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবুজার সিদ্দিকী বলেন, ‘দীর্ঘদিন ধরে স্থানীয় একটি যুব চক্র অবৈধভাবে দপ্তর চত্বরে প্রবেশ করে গাঁজা সেবন করে আসছে। প্রশাসন আসলে তারা পালিয়ে যায়। তবে কিভাবে কেমন করে গাঁজা গাছটি ভেতরে জন্ম নিয়ে এত বড় হয়ে সেটা তার যানা নাই। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘প্রাণিসম্পদ দপ্তরের ভেতরে জীবন্ত গাঁজার গাছ রয়েছে এমন সংবাদের ভিত্তত্বে বৃহস্পতিবার দুপুরে সেখানে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে প্রায় ৪ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের প্রক্রিয়া চলছে

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়