২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

মণিরামপুরে অপহরণ ও মারপিট : চার জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক॥
মণিরামপুরের ষোলখাদা গ্রামের আবতাব আলীকে অপহরণ, চাঁদাদাবি ও মারপিটের ঘটনায় চারজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার অপহৃত আবতাব আলীর স্ত্রী বিউটি বেগম বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগের তদন্ত করে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী সঞ্জীব কুমার সরকার। আসামিরা হলো, ঘুঘুরাইল গ্রামের আজিজুর মোড়ল ও তার দুই ছেলে জাহিদ হাসান ও ইমরান এবং ষোলখাদা গ্রামের মৃত আহম্মদ বিশ্বাসের ছেলে হাফিজুর বিশ্বাস। মামলার অভিযোগে জানা গেছে, আবতাব আলীর জমি নিয়ে আসামি জাহিদ হাসানের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি আবতাব আলীর ষোলখাদা মৌজার আরএস ৩৫৯, ৩৬১, ৩৬৩, ৩৬৪ ও ৩৭০ দাগের মধ্যে থেকে ৫ শতক জমি আসামি আজিজুর ও ইমরানের নামে রেজিস্ট্র করে দেয়ার জন্য চাপ দেয় আসামি জাহিদ হাসান। আবতাব আলী তার প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে অপহরণ করে নিয়ে জমি রেজিষ্ট্রি করে নিবে বলে হুককি দেয়। গত ২৪ জুন আসামিরা আবতাব আলীর বাড়িতে চড়াও হয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে খোঁজাখুজি করে এনায়েতপুর মাঠের মধ্যে থেকে মুখ বাধা অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামিরা ২৬ জুন রাতে আবতাব আলীর বাড়িতে হামলা চালিয়ে বাড়ির লোকজনদের মারপিট করে জখম ও ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় ৯৯৯ কল করে পুলিশ সংবাদ দিয়ে এসআই তুহিন ঘটনাস্থলে পৌঁছালে আসামি জাহিদ হাসান খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়। বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়