২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ৮ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

ভারতে তৈরি পিক্সেল রফতানি করবে গুগল

প্রতিদিনের ডেস্ক॥
যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে ভারতে তৈরি পিক্সেল ফোন রফতানির কথা ভাবছে গুগল। এশিয়ার দেশটিতে শিগগিরই বাণিজ্যিক পর্যায়ে আরো বড় পরিসরে উৎপাদন শুরু করবে কোম্পানিটি। এর পাশাপাশি অঞ্চলটিকে পণ্য রফতানির অন্যতম হাবে পরিণত করতে চাইছে গুগল। খবর গিজচায়না।
মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়, ভারতে চুক্তির ভিত্তিতে ফক্সকন ও ডিক্সনের ভর্তুকি প্রতিষ্ঠান প্যাজেট ইলেকট্রনিকসের সহায়তায় উৎপাদনকাজ শুরু হবে। এরই মধ্যে তামিলনাড়ুতে ফক্সকনের সঙ্গে পরীক্ষামূলক পর্যায়ে উৎপাদন শুরু হয়েছে।
উৎপাদন কার্যক্রম সম্পর্কে অবগত সূত্র জানায়, বছরের দ্বিতীয়ার্ধ থেকে গুগলকে গ্রাহক তালিকায় যুক্ত করবে ডিক্সন। কম্পালের সঙ্গে অংশীদারত্ব চুক্তির মাধ্যমে এটি সম্পন্ন হবে। ফক্সকনের সঙ্গে উৎপাদন কার্যক্রম পরিচালনা করবে কোম্পানিটি।
পিক্সেল স্মার্টফোনে বেজ ভ্যারিয়েন্টগুলো উৎপাদন করবে ডিক্সন টেকনোলজিস। অন্যদিকে ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো তৈরি করবে ফক্সকন। গুগলের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কিছু জানানো না হলেও সংশ্লিষ্টরা মনে করছেন, বছরের দ্বিতীয়ার্ধে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়