প্রতিদিনের ডেস্ক॥
টলিউডে এক সময় দাপিয়ে বেড়াতেন সায়ন্তিকা ব্যানার্জি। তবে বর্তমানে পর্দায় খুব একটা পাওয়া যায় না তাকে। এর মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পা ফুলে যাওয়ার ছবি শেয়ার করেন তিনি। রাজনৈতিক প্রচারণায় প্রচুর পরিশ্রম গেছে তার। হেঁটে হেঁটে পায়ের অবস্থা খারাপ। তাই শপথও নিতে পারেননি সাংসদ হিসেবে। ক্যাপশনে তিনি লিখেন, ওটা ভাগ্যের জোরে জয় নয়, কঠোর পরিশ্রমের ফসল। তিনি জানান, প্রচুর হেঁটে পা ফুলে গিয়েছিল তার।

