১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

কেশবপুরে বিদ্যুতায়িত হয়ে ইমামের মৃত্যু

কেশবপুর প্রতিনিধি॥
যশোরের কেশবপুরে বিদ্যুতায়িত হয়ে মাওলানা আবু জাবের (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার (৮ জুলাই) উপজেলার সুফলাকাটি ইউনিয়নের সারুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আবু জাবের উপজেলার সারুটিয়া গ্রামের সুজায়েত সরদারের ছেলে এবং সারুটিয়া জামে মসজিদের ইমাম। সুফলাকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আজিজুল মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এলাকাবাসী জানান, সোমবার মাওলানা আবু জাবের বাড়ির পাশে নিজের পোলট্রি খামারে কাজ করছিলেন। খামারের ভেতরে নিচু হয়ে পড়া বৈদ্যুতিক লাইন উঁচু করে বাঁধতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক গোরাচাঁদ দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়