৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ  । ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে যৌতুক আইনে আদালতের দায়ের করা পিটিশন থানায় নিয়মিত মামলায় রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
আফারোজা নূর (৩৪) নামে এক গৃহবধূর যৌতুক আইনে আদালতে দায়েরকরা পিটিশন যশোর কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করা হয়েছে। আসামি করা হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আহসান হাবীবকে (৩৭)। শহরের ঘোষপাড়া বাঁশতলা ‘স’ মিলের পাশের মৃত নূর মোহাম্মদের মেয়ে আফারোজা নূর এজাহারে উল্লেখ করেছেন, ২০২১ সালের ১৮ জুন তার সাথে আহসান হাবীবের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর পাঁকাঘর নির্মানের জন্য আহসান হাবীব ৫ লাখ টাকা যৌতুক দাবি করে। তার মা অনেক কষ্ট করে বিভিন্ন জিনিসপত্রসহ ওই টাকা দেয়। এর কিছুদিন পর ফের আরো ৫ লাখ টাকা দাবি করেন হাবীব। কিন্তু তিনি পিতৃহারা। তার মায়ের পক্ষে টাকা দেয়া সম্ভব না বলে জানালে তার ওপর অত্যাচার নির্যাতন শুরু করে। তার গর্ভের দুই মাসের বাচ্চা নষ্ট করতে বাধ্য করে। পরে গত বছরের ১০ নভেম্বর তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরে পরিবারের লোকজন মিলে একটি মিমাংশা বৈঠকে বসে ০গ ২৯ জুন । সেখানে হাবীব উপস্থি থাকে। কিন্তু টাকা না দিলে সে তাকে গ্রহন করবে না বলে জানায়। সে সময় টাকা হবে না বলে জানালে হাবীব স্টেইনলেস স্টিলের স্কেল দিয়ে তাকে মারপিটে জখম করে হুমকি দিয়ে চলে যায়। পরে তিনি রক্তাক্ত জখম হয়ে হাসপাতালে ভর্তি হন এবং আদালতে পিটিশন দাখিল করলে আদালতের নির্দেশে পুলিশ থানায় নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়