৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ  । ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ 

বদলাচ্ছে সমুদ্রের রং

প্রতিদিনের ডেস্ক॥
গত ২০ বছরে বিশ্বের বিশাল এলাকাজুড়ে সমুদ্রের রং পরিবর্তন হয়েছে। এসময়ের মধ্যে সমুদ্রের রং নীল থেকে পরিবর্তিত হয়ে সবুজ হয়ে গেছে। আর বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি তথা জলবায়ু পরিবর্তনের কারণেই এমনটা হয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। আকাশের ছায়া সমুদ্রের ওপর পড়ায় এর রং নীল দেখায়। তবে গতকাল বুধবার ন্যাচার জার্নালে প্রকাশিত এক গবেষণায় বিজ্ঞানীরা বলছেন, আকাশের নীল ছায়া সত্ত্বেও অর্ধেকের বেশি সমুদ্রে সবুজাভ আভা শনাক্ত হয়েছে, যা পৃথিবীর মোট স্থলভূমির চেয়ে বড়। এর মানে হলো সমুদ্রের পানিতে এমন কিছু ঘটছে, যার প্রভাবে এই পরিবর্তন। খবর সিএনএনের। ‘সমুদ্রের রং পরিবর্তনের অর্থ হলো সেখানকার জীবনচক্র বা বাস্তুতন্ত্রে পরিবর্তন। সামুদ্রিক প্রাণীদের খাদ্যচক্রের সর্বনিম্নে অবস্থান করে প্ল্যাংকটন। যদি প্ল্যাংকটনের বৃদ্ধির কারণে পানির রঙে পরিবর্তন ঘটে তাহলে তার কিছু ইতিবাচক দিক রয়েছে’-বিবি কায়েল। সমুদ্রে এত কিছু ঘটে গেলেও তা খালি চোখে বোঝা কঠিন। এ জন্য বিজ্ঞানীরা ২০০২-২০২২ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে মোডিস অ্যাকুয়া স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবি বিশ্লেষণ করে এ সম্পর্কে নিশ্চিত হয়েছেন। গবেষক দলের প্রধান বিবি কায়েল বলেন, ২০০২ সাল থেকে একটু একটু করে সমুদ্রের রং পরিবর্তন হয়েছে। আর এর সঙ্গে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে এ বিষয়ে আশাবাদী হওয়ার তেমন ‍সুযোগ নেই বলেও জানান তিনি। তার ভাষায়, এ ক্ষেত্রে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নেই। কারণ এমন অনেক সামুদ্রিক প্রাণী রয়েছে, যারা তাপমাত্রার ব্যাপারে স্পর্শকাতর। এমনকি বৈশ্বিক তাপমাত্রা বাড়লে তারা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়