১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

শ্যামনগরে সাংবাদিক নুরুজ্জামান দুর্ঘটনায় নিহত

উৎপল মণ্ডল, শ্যামনগর
শ্যামনগরের অনলাইন সাংবাদিক মোঃ নুরুজ্জামান (৩০) দুর্ঘটনায় নিহত হয়েছেন। ২৬ জুলাই (শুক্রবার) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের মুক্তিযোদ্ধা সড়কে নির্মানাধীন কালভার্টের খাদের মধ্যে পড়ে তার মৃত্যু হয়। নুরুজ্জামান শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের নুরনগর খালপাড় এলাকার নুর ইসলামের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
নিহতের পিতা নুর ইসলাম জানান, শ্যামনগর প্রেসক্লাবে জরুরি কাজের কথা বলে শুক্রবার বিকেলে নুরুজ্জামান বাসা থেকে বের হয়। রাতে সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে যেয়ে ছেলেকে মৃত অবস্থায় দেখতে পান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত শাকির হোসেন বলেন, দুর্ঘটনাস্থলে তার মৃত্যু হয়। প্রায় পাঁচ/ছয় ফুট উপর থেকে পড়ে মাথায় লোহার শার্টারের আঘাতে তার মৃত্যু হয়েছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে। নুরুজ্জামানের পিতার লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়