প্রতিদিনের ডেস্ক॥
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করেছে ভারত। বৃষ্টি আইনে লঙ্কানদের ৯ বল আর ৭ উইকেট হাতে রেখে হারিয়েছে ভারতীয়রা। পাল্লেকেলেতে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৬১ রান করে শ্রীলঙ্কা। এরপর ভারত যখন ব্যাট করতে নামবে তখনই শুরু হয় বৃষ্টি। যে কারণে ভারতীয়দের ইনিংস শুরু হয় ৪৫ মিনিটে দেরিতে। নির্দিষ্ট সময়ে খেলা শেষ করার জন্য ডিএলএস মেথডে ভারতীয় দলকে ৮ ওভারে ৭৮ রানের লক্ষ্য দেওয়া হয়। লক্ষ্য তাড়ায় শুরুতে সঞ্জু স্যামসনের (১ বলে ০) উইকেট হারালেও ঝড় তোলেন যসস্বি জয়সওয়াল আর সূর্যকুমার যাদব। দারুণ কয়েকটি সুইপ শট খেলে ১২ বলে ২৬ রান করে আউট হন সূর্য। তখন ভারতের বোর্ডে ৪.২ ওভারে ৫১ রান। জয়সওয়াল খেলেন ১৫ বলে ৩০ রানের ইনিংস। এতে অনেকটাই চাপমুক্ত হয়ে যায় ভারত। শেষদিকে হার্দিক পান্ডিয়ার ঝড়ে সহজ জয়ই তুলে নেয় গৌতম গম্ভীরের শিষ্যরা। ৯ বলে ২২ রান করেন হার্দিক।
এর আগে ব্যাট করতে নেমে প্রথম ম্যাচের মতো শুরুর দিকে দুরন্ত গতিতে রান তুলতে থাকে শ্রীলঙ্কা। পাওয়ারপ্লেতে ৫১ রান করে ফেলে স্বাগতিকরা। ভালো ব্যাটিং করেন পাথুম নিশাঙ্কা (২৪ বলে ৩২), কুশল পেরারা (৬ বাউন্ডারি ২ ছক্কায় ৩৪ বলে ৫৩) ও কামিন্দু মেন্ডিস (২৩ বলে ২৬)। কিন্তু শেষ দিকে এসে নাটকীয় ধস হয় শ্রীলঙ্কার। ৩১ রান নিতে ৭ উইকেট হারায় তারা। ১৩০ রানে তৃতীয় উইকেটের পতনের পর ১৬১ রান নিতে ৯ উইকেট হারিয়ে ফেলে চারিথ আসালঙ্কার দল। লঙ্কানদের এই বিপর্যয়ের পেছনে অবদান রাখেন দুই ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল ও রবি বিষ্ণই। গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার প্রথম সিরিজেই দাপট দেখিয়েছে ভারত। এছাড়া নিয়মিত অধিনায়ক হিসেবে দুর্দান্ত শুরু করেছেন সূর্যকুমার যাদব।

