১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

স্বস্তিতে অধরা খান

প্রতিদিনের ডেস্ক॥
হাল সময়ের চিত্রনায়িকা অধরা খান। গত এক মাস নতুন ছবির শুটিং ও ডাবিং নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। ছবির নাম ‘ঋতুকামিনী’। পরিচালনায় জাহিদ হোসেন। ছবির কাজ শেষ করে চলতি মাসের ১৬ তারিখ তিনি দেশের বাইরে পাড়ি জমান। আর ঠিক সে সময়েই দেশে কোটা আন্দোলন ও পরবর্তী সহিংসতার ঘটনা ঘটে। কারফিউ চালু হয়। সেনা মোতায়েন হয়। ইন্টারনেটও ছিল বন্ধ। সব মিলিয়ে দেশের বাইরে গিয়ে একেবারে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন অধরা।মোবাইল ফোনেও ঠিকভাবে কথা বলতে পারেননি। একটা দমবন্ধ সময় পার করেছেন। তবে ইন্টারনেট চালুর পর থেকে খানিকটা স্বস্তিতে রয়েছেন থাইল্যান্ডে অবস্থান করা অধরা। পরিবারের সঙ্গে নিয়মিতই এখন তার যোগাযোগ হচ্ছে। এ বিষয়ে এ নায়িকা বলেন, এমন পরিস্থিতি হবে জানলে আমি দেশই ছাড়তাম না। দেশের এমন অবস্থা, কিন্তু পরিবারের কোনো খোঁজ নিতে পারিনি বিদেশে বসে। এটা যে কতোটা অসহায় অবস্থা বলে বোঝানো যাবে না। টেনশন হচ্ছিল প্রতিনিয়ত। খুব বাজে একটা সময় পার করেছি। এমন সময় যেন আর না আসে। তবে এখন স্বস্তিতেই রয়েছি। দ্রুতই হয়তো দেশে ফিরবো। কারণ মনটাও ভালো লাগছে না এখানে। এদিকে অধরা বলেন, কয়েকটি নতুন সিনেমা নিয়ে কথাবার্তা চলছে। দেশে ফিরেই সেগুলো নিয়ে সিদ্ধান্ত নেবো। আশা করছি ভালো কিছু কাজ করতে পারবো।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়