২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল॥

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি সিংহ রাশির জাত ব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি রবি, দেবগুরু বৃহস্পতি ও সেনাপতি মঙ্গলের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে ধনু রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। নিত্যনতুন বাণিজ্যিক স্বপ্ন পূর্ণ হবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। শত্রুরা পরাস্ত হবে
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হয়ে উঠবে। গৃহবাড়ি ও যানবাহন লাভের পথ খুলবে। পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
আয় বুঝে ব্যয় করুন নচেৎ সঞ্চিত অর্থ বিনষ্ট হবে। টাকা-পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। ব্যবসা-বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে। বয়স্ক লোকের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে।
মিথুন [২১ মে-২০ জুন]
বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। পাওনা টাকা আদায় হবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
কোনো না কোনো পুরস্কার হাত বাড়িয়ে ধরবে। বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের স্বপ্ন পূর্ণ হবে। বিদেশ গমনের স্বপ্ন পূর্ণ হবে। শ্রমিক- কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
ভ্রমণকালীন সতর্কতার সঙ্গে চলতে হবে। মনকষ্ট মনবেদনা মন চঞ্চলতা বাড়বে। আয় উপার্জনের মাত্রা কমবে। গুপ্ত ও স্বজন শত্রুদের আনাগোনা বাড়বে। কথাবার্তায় শালীনতা বজায় রাখুন। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবেন। ব্যবসা-বাণিজ্যে লাভবান হবেন। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। প্রেম রোমন্স বিনোদন বন্ধুত্ব মাইলফলক হয়ে থাকবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। প্রেমীযুগলের প্রেমের স্বীকৃতি পাবে। বন্ধুত্বের ভিত মজুবত হবে। প্রতিযোগিতায় জয়ী হবেন। লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহারও পাবেন।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
প্রতিযোগিতায় জয়লাভ করার সম্ভাবনা। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। শ্রমিক-কর্মচারীদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। শিক্ষার্থীদের মন ভেঙে পড়তে পারে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাবে। আয় উপার্জনের পথ খুলবে। স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। শত্রু ও বিরোধী পক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। কোমল শিশুরা পুরস্কৃত হবে। দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে। সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। প্রেমী যুগলের প্রেম ধন্য হবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মহান হবেন। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। বিবাহযোগ্যদের বিবাহের কথা পাকাপাকি হবে। কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম বাড়বে। শূন্য পকেট পূর্ণ হবে। ব্যাংক ব্যালেন্স ফুলেফেঁপে উঠবে। ধারকর্জ ঋণ মুক্তির পথ খুলবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়