২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

নড়াইলে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

নড়াইল সংবাদদাতা॥
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের পূর্বপাড়ায় নয়ন শেখ (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে বয়রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নয়ন বয়রা গ্রামের কবিরুল হক শেখের ছেলে। এ সময় নয়নের সঙ্গে থাকা সবুজ কাজীকে (৩২) কুপিয়ে গুরুতর জখম করা হয়। পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নয়ন বাড়ি থেকে মোটরসাইকেল যোগে লোহাগড়ার উদ্দেশ্যে রওনা হয়ে পূর্বপাড়ায় পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে বসে থাকা প্রতিপক্ষ সন্ত্রাসীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করেন। আহত সবুজ কাজীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, জমিজমা সংক্রান্তের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়