৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ  । ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ 

শ্যামনগরের গাবুরার বেড়িবাঁধে ফাটল, আতংকে এলাকাবাসী

উৎপল মণ্ডল,শ্যামনগর
টানা বৃষ্টি ও নদীতে জোয়ারের পানি বৃদ্ধির কারণে সাতক্ষীরার শ্যামনগরের গাবুরার কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফাটল দেখা দেওয়ায় আতঙ্ক দেখা দিয়েছে এলাকাবাসির মধ্যে। ১লা আগস্ট বৃহস্পতিবার সকালে দ্বীপ ইউনিয়ন গাবুরার ৪ নং ওয়ার্ডের ৩নং প্লট নামক স্থানে ১০০ ফুটের মত জায়গা জুড়ে বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। দ্রুত সময়ে পদক্ষেপ না নিলে বাঁধ ভেঙে বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে জানান এলাকাবাসী। গাবুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম হাসান জানান, বুধবার সামান্য ফাটল দেখা দিয়েছিলো, আজ সন্ধ্যা নাগাদ তা ১০০ ফুটের মত জায়গা জুড়ে বিস্তার লাভ করেছে, আজই সংস্কারের উদ্যোগ না নিলে রাতের মধ্যে বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে।গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, বাঁধ ফাটলের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন।শ্যামনগরের গাবুরার পানি উন্নয়ন বোর্ডের ১৫ নং পোল্ডারের উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাজ্জাত হোসেন বলেন, আমরা জানতে পেরে দ্রুত জিও টিউব দিয়ে বাঁধ ফাটল রোধের পরিকল্পনা নিয়েছি। আজই কাজ শুরু হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়