১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

কাজকে সহজ করতে ১৬টি উইন্ডোজ কি-বোর্ড শর্টকাট

প্রতিদিনের ডেস্ক॥
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম টেক জায়ান্ট মাইক্রোসফটের উইন্ডোজ। বিশ্বজুড়ে প্রতিদিন কত কোটি মানুষ যে উইন্ডোজ-চালিত কম্পিউটার ব্যবহার করছে তার ইয়ত্তা নেই। কম্পিউটার ব্যবহারের সময় মাউস ও কি-বোর্ড দুটোরই প্রয়োজন হয়। তবে কি-বোর্ডের ওপর দখল থাকলে যেকোনো কাজ আরো দ্রুত করা সম্ভব। এজন্য উইন্ডোজের কি-বোর্ড শর্টকাটের লম্বা তালিকা রয়েছে। কিন্তু সব তো আর মনে রাখা সম্ভব নয়, কাজভেদে প্রয়োজনও নেই। তাই কম্পিউটার ব্যবহার করার সময় ঘুরে-ফিরে যেসব শর্টকাট বেশি ব্যবহয় হয় সেগুলো শিখে রাখা যেতে পারে। ঠিক সে রকম ১৬টি শর্টকাট উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টার্বো ফিউচার।
সর্বাধিক ব্যবহৃত ১৬টি উইন্ডোজ কি-বোর্ড শর্টকাট
Alt+Tab: একাধিক সফটওয়্যার চালু থাকলে কি-বোর্ডের ‘Alt’ ও ‘Tab’ বোতাম একসঙ্গে চাপলে একটি সফটওয়্যার থেকে অন্য সফটওয়্যারে সহজে যাওয়া যাবে।
Windows logo key + PrtScn: বোতাম দুটি একসঙ্গে চেপে সম্পূর্ণ স্ক্রিনের স্ক্রিনশট নেয়া যাবে।
Windows logo key + . (ফুলস্টপ): উইন্ডোজের নিজস্ব ইমোজি কি-বোর্ড রয়েছে। বোতাম দুটি চেপে ওই ইমোজি কি-বোর্ড বের করা যাবে।
Ctrl + Alt + Del: তিনটি বোতাম একসঙ্গে চাপলে শাটডাউন ডায়ালগ বক্স আসবে। সেখান থেকে কম্পিউটার বন্ধ করা যাবে।
Win + Shift + S: বোতাম তিনটি চাপলে স্নাইপিং টুল আসবে। এই টুল দিয়ে স্ক্রিনের প্রয়োজনমাফিক অংশের স্ক্রিনশট নেয়া যাবে।
Ctrl + Shift + Esc: বোতাম তিনটি একসঙ্গে চেপে পাওয়া যাবে টাস্ক ম্যানেজার।
Win + Ctrl + O: বিশেষ প্রয়োজনে অন-স্ক্রিন কি-বোর্ডের প্রয়োজন হতে পারে। বোতাম তিনটি চেপে দ্রুত তা পাওয়া যাবে।
Ctrl + Shift + N: এই তিনটি বোতাম চেপে নতুন ফোল্ডার তৈরি করা যাবে। তবে নতুন ফোল্ডার তৈরির জন্য অবশ্যই ফাইল এক্সপ্লোরারে গিয়ে অথবা অন্য কোনো ফোল্ডারে প্রবেশ করে বোতাম তিনটি চাপতে হবে।
Win + Arrow Down: যে সফটওয়্যার খোলা আছে সেটি মিনিমাইজ করতে উইন্ডোজ লোগো-সংবলিত বোতামটি চেপে ধরে ডাউন অ্যারো বোতাম চাপতে হবে।
Win + Arrow Up: মিনিমাইজ করা সফটওয়্যারটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে বা ম্যাক্সিমাইজ করতে বোতাম দুটি চাপতে হবে।
Win + X, এরপর U, তারপর S: এভাবে বোতামগুলো চাপলে কম্পিউটার স্লিপ মোডে যাবে।
Win + X, এরপর U, তারপর R: বোতামগুলোর সমন্বয়ে কম্পিউটার পুনরায় চালু হবে।
F11: উইন্ডোজকে ফুলস্ক্রিন করতে বোতামটি চাপতে হবে। ক্ষেত্রবিশেষে কাজ না করলে Fn ও F11 বোতাম দুটি চাপলে কাজ হবে। আবার একইভাবে ফুলস্ক্রিন থেকে বের হতে একইভাবে বোতাম চাপতে হবে।
F2: যে ফোল্ডারের নাম পরিবর্তন করতে হবে তা নির্বাচন করে বোতামটি চাপলে অপশন চলে আসবে। তখন নাম পরিবর্তন করে Enter বোতাম চাপলেই হয়ে যাবে। আগের মতো কাজ না করলে Fn ও F2 বোতাম দুটি চাপতে হবে।
Win + Ctrl + D: তিনটি বোতাম চাপলে নতুন একটি ডেস্কটপ তৈরি হবে। এভাবে একাধিক ডেস্কটপ তৈরি করা যাবে। একটি ডেস্কটপ থেকে আরেকটিতে যেতে win এর পর Tab বোতাম চাপতে হবে।
Win + R, এরপর লিখুন control, তারপর Enter চাপুন: এ প্রক্রিয়ায় সহজেই কন্ট্রোল প্যানেল চালু করা যাবে। I

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়