১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

আপনি বুঝি বর্ষা হলেন ঝরনা হওয়ার ছলে

প্রতিদিনের ডেস্ক:
আপনি যখন দিন ফুরালে কথায় দিলেন বারণ,
রাত পুড়িয়ে দুঃখ লিখে জানতে চাইলাম কারণ।
বুঝতে পেলাম চোখের কোণে জলের আনাগোনা,
মুছতে গেলেই উপচে ওঠে বুকের সাগরখানা!
অপেক্ষাতে থাকতে নাকি আমার ভীষণ মানা,
নিয়ম জারির এমন খবর যা ছিল না জানা।
দগ্ধ মনের ঘরের ভেতর পুড়ছে দারুণ ছাই,
প্রশ্ন শুধু দুঃখ কি আর একাই আমি পাই!
১কথায় বারণ মনের দহন উসকানি দেয় হাওয়া,
দাগ কেটে যায় গভীর স্মৃতি যা হয়েছে পাওয়া।
শান্ত নদীর পার ভেঙে যায় বৃষ্টি ভারী হলে,
আপনি বুঝি বর্ষা হলেন ঝরনা হওয়ার ছলে!

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়