২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

ধ্বংসাত্মক কার্যক্রম পরিবহার করে জনগণকে শান্ত থাকার আহ্বান খালেদার

প্রতিদিনের ডেস্ক॥
চলমান সার্বিক এই পরিস্থিতিতে দেশের সর্বস্তরের জনগণকে ধ্বংসাত্মক কার্যক্রম পরিবহার করে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এক বার্তায় এই তথ্য জানিয়েছেন।
এক ভিডিও বার্তায় দেশবাসীকে উদ্দেশ্য করে তারেক জিয়া বলেন, বিজয়ের এই আনন্দঘন সময় শান্তভাবে উদযাপন করুন। অনুগ্রহ পূর্বক কেউ প্রতিশোধ বা প্রতিহিংসা পরায়ন হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নিবেন না।
এর আগে পদত্যাগ করে বোনকে সঙ্গে নিয়ে বিকেলে দেশ ছেড়ে গেছেন শেখ হাসিনা। তার পদত্যাগের পরই জাতির উদ্দেশে ভাষণ দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
ওয়াকার-উজ-জামান বলেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। আমরা এখন রাষ্ট্রপতির কাছে যাবো, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনা করবো। আমরা আমাদের ওপর আস্থা রাখুন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এখন একটি ইন্টেরিয়ম গর্ভমেন্ট গঠন করে আমরা কার্যক্রম পরিচালনা করবো। আমরা সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলেছি। আমরা সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমরা সুতরাং একটা আলোচনা করেছি। সোমবার রাতের মধ্যেই এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার ঘরে ফিরে যান। সেনাবাহিনী ও পুলিশকে গোলাগুলি করবে না। আপনারা দয়া করে আমাকে সাহায্য করুন। মারামারি আমরা আর কিছু পাবো না। সুতরাং দয়া করে আমরা সমস্ত ধ্বংসযজ্ঞ থেকে বিরত হন। প্রতিটা অন্যায়ের বিচার হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়