নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর শাখার উদ্যোগে শোকরানা সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে যশোরের জেলা আমির অধ্যাপক গোলাম রসুল এর সভাপতিত্বে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তরা বলেন, আওয়ামী দু:শাসনের দীর্ঘ ১৬ বছরের অত্যাচার-নির্যাতনের পর দেশের ছাত্র-জনতার গণঅভ্যূত্থান ঘটেছে। স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়েছেন। এই আন্দোলনের বিজয়ের কৃতিত্ব ছাত্রদের। এটি দেশের ইতিহাসে দ্বিতীয় মুক্তিযুদ্ধের বিজয়। এখন নেতা-কর্মীদের ধৈর্য্য ধারণ করতে হবে। কোন প্রকার হামলা, ভাংচুর সহিংসতায় লিপ্ত হওয়া যাবে না। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যশোর জেলা নায়েবে আমির বেলাল হোসাইন, যশোর জেলা সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, জেলা সহকারি সেক্রেটারি রেজাউল করিম, সহকারি সেক্রেটারি অধ্যাপক শামসুজ্জামান, অধ্যাপক আবুল হাশিম রেজা , পৌর উত্তর থানা আমির নুর আল মামুন, এডভোকেট রুহিন বালুজ, শিবিরের শহর শাখার সভাপতি মোস্তফা কামাল, জেলা পূর্ব শাখার সভাপতি রাকিবুল হাসান, পশ্চিম শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন,অ্যাডভোকেট শফিকুল ইসলাম প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন জামায়াতের অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস।সমাবেশ শেষে ঈদগাহ মোড় থেকে বিশাল শোকরানা মিছিল বের করা হয়। মিছিলটি দড়াটানা, চৌরাস্তা, আরএন রোড, খুলনা বাসস্টান্ড হয়ে শহরের মোল্লাপাড়া মোড়স্থ জামায়াত ইসলামীর অফিসের সামনে গিয়ে শেষ হয়।

