রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় ২০ বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে বিএনপি সমর্থিত লোকজনের বিরুদ্ধে। গত সোমবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত এ ঘটনা ঘটে উপজেলার শালনগর ইউনিয়নের মন্ডলবাগ, শালনগর ও ঝাউডাঙ্গা গ্রামে। হামলাকারীরা এসব বাড়ী থেকে নগদ টাকা,স্বর্ণালংকার, টেলিভিশন, ফ্রিজ, কম্পিউটার-ল্যাপটপ, গ্যাসের চুলা, গরু, হাস-মুরগীসহ বিভিন্ন ধরনের আসবাবপত্র লুট করে নিয়ে গেছে। এছাড়া একটি প্রাইভেট কারসহ ওই সব বাড়ীর অধিকাংশ ফার্নিচার,টিনের ঘর-বেড়া, ফ্রিজ, টিভি, আলমারী, শোকেচসহ বিভিন্ন মালামাল ভাংচুর করেছে।

ক্ষতিগ্রস্থ পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে,গত সোমবার শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়লে লোহাগড়ার উপজেলার শালনগর ইউনিয়নের মন্ডলবাগ,শালনগর,ঝাউডাঙ্গা ও নওখোলা এলাকার বিএনপি,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল সমর্থিত ফারুক বিশ্বাস, সাইদ বিশ্বাস, জাকির মিয়া, শাহাবুদ্দিন মোল্যা, উবাদ মোল্যা, তানভীর শেখ, কসাই সাইদ,রাতুল,জয় ,পান্নু,ঠান্ডু,জাপান, অলিক,রমজান,ইলিয়াচ ও ওহিদের নেতৃত্বে প্রায় দুই শতাধিক লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিশোটা নিয়ে ইউপি সদস্য আওয়ামীলীগ সমর্থিত মন্ডলবাগ গ্রামের এনায়েত খানের বাড়ী ও মাছের ঘেরে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় তার ২টি গরু ৫০টি হাস ,২টি সিলিং ফ্যানসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। শালনগর গ্রামের আওয়ামীলীগ সমর্থিত সাজ্জাদ খানের বাড়ী ভাংচুর করে নগদ টাকা ও স্বর্নের কানের দুল নিয়ে গেছে। একই গ্রামের নাইম খান, চান মিয়া, মটুক শেখ, জামিল শেখ ও মশিয়ারের বাড়ী ভাংচুর করা হয়েছে। এছাড়া ঝাউডাঙ্গা গ্রামের আওয়ামীলীগ সমর্থিত মুকিত রহমান, শফিকুর রহমান,মইনুল ইসলাম রনি, শিমুল মোল্যা,সিরাজ শেখ,বুদ্ধ শেখ,বাহাউদ্দিন শেখ ও শাহাবুদ্দিন শেখের বাড়ীতে হামলা চালিয়ে ঘর দরজা ও ঘরের মধ্যে থাকা শোকেচ, আলমারী,টিভি,ফ্রিজ ,ফ্যান ভাংচুর করেছে। এ সময় হামলাকারীরা রনির বাড়ীতে থাকা একটি প্রাইভেট কার ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। রনির ঘরে থাকা নগদ টাকা স্বর্ন,টিভি,ফ্রিজ,বিভিন্ন ধরনের আসবাবপত্র ও জামাকাপড় লুট করে নিয়ে গেছে বলে তার স্ত্রী জানান। শিমুল মোল্যার নব বধুর নতুন শাড়ী কাপড়, স্বর্ন ও নগদ টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা।

