রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়কের উপস্থিতিতে শান্তিতে নোবেলজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান করা হয়েছে। গত মঙ্গলবার রাতে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়ার পর রাতেই বঙ্গভবন থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শেখ হাসিনার পদত্যাগ এবং রাষ্ট্রপতি কর্তৃক সংসদ ভেঙে দেওয়ার পর দেশ এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। যত দ্রুত সম্ভব এই সংকট উত্তরণ জরুরি। উপদেষ্টামণ্ডলীর অন্যান্য সদস্য মনোনয়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। সংকট উত্তরণে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে শুরু করেছে। রাজনৈতিক প্রতিপক্ষ তো বটেই; আক্রান্ত হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত কয়েক দিনে দেশে ৪৭০টি থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার থানাগুলোতে আরো বেশি হামলা চালানো হয়। গত মঙ্গলবার এবং এর আগের দিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আরো হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। থানা, উপাসনালয়সহ সরকারি-বেসরকারি স্থাপনাসহ অনেক বাড়িতে হামলা করা হয়। এমন পরিস্থিতিতে নিরাপত্তাঝুঁকির কারণে বর্তমানে দেশের সব থানা ও পুলিশ ফাঁড়িতে পুলিশ সদস্যরা কর্মবিরতি পালন করছেন। এ কারণে তাঁদের কাউকে দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে না। হামলার পর অরক্ষিত হয়ে পড়া থানাগুলোর নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে। পাশাপাশি ঢাকা মহানগরের ট্রাফিক নিয়ন্ত্রণ এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বেও থাকছে এ বাহিনী। ওদিকে পুলিশের শীর্ষ পদে পরিবর্তন হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত আইজিপি মো. ময়নুল ইসলাম। চেইন অব কমান্ড বজায় রেখে পুলিশের প্রতিটি সদস্য যাতে উন্নত মনোবল ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি। ওদিকে ডাকাতির আতঙ্কে নির্ঘুম এক রাত পার করেছে রাজধানীর মোহাম্মদপুরবাসী। মোহাম্মদপুরের নবোদয় হাউজিং, মোহাম্মদী হাউজিং, চান মিয়া হাউজিং, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান, চন্দ্রিমা হাউজিং এলাকায় এই ডাকাতির আতঙ্ক ছড়ায়। পুলিশবিহীন অরক্ষিত রাতে তরুণ-কিশোরদের ওই আনাগোনা মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। দেশের মানুষের জান-মালের নিরাপত্তা, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা নিতে হবে। বাংলাদেশের সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে তিনি দেশে ‘শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক উত্তরণের’ ওপর গুরুত্বারোপ করেছেন। বাংলাদেশে শান্তি পুনঃপ্রতিষ্ঠা ও প্রাণহানি রোধে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। সহিংসতা থেকে বিরত থাকতে বাংলাদেশের সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। আমাদের প্রত্যাশা, দেশে দ্রুত স্থিতিশীলতা ফিরবে।
অভিনন্দন ড. ইউনূস : শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে
Previous article
Next article
আরো দেখুন
থামছেই না সীমান্ত দিয়ে ভারতে সোনা পাচার: সিণ্ডিকেট প্রধান আফিলের মাফিয়া ডন নাসির
সুন্দর সাহা
প্রায়শই পুটখালীসহ যশোরের শার্শা-বেনাপোল ও চৌগাছা সীমান্তের বিভিন্ন এলাকা থেকে সোনা ধরা পড়ে। এতো সোনা ধরা পড়ে বা আইন শৃঙ্খলা বাহিনী জব্দ...
নিউইয়র্কে ইউনূস-মোদির বৈঠক আয়োজনে ঢাকার প্রস্তাব
প্রতিদিনের ডেস্ক॥
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাঝে বৈঠক আয়োজনে নয়াদিল্লিকে...