২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

দেবহাটার বহেরায় সড়ক দূর্ঘটনায় নাতী নিহত, আহত নানী

রুহুল আমিন, দেবহাটা
দেবহাটার বহেরায় মাইক্রোবাসের ধাক্কায় আলী হাসান (৮) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) উপজেলার বহেরা বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আলী হোসেন উপজেলার সেকেন্দ্রা গ্রামের সফিকুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শী শাহিন হোসেন জানান, শুক্রবার সেকেন্দ্রা থেকে শিশু আলী হাসান নানারবাড়ি যাচ্ছিল। নানির সাথে আলী হাসান বহেরা এলাকায় পৌঁছালে পেছন থেকে (ঢাকা মেট্রো-চ ৫১-৫৮১২) মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। এসময় শিশু আলী হাসান ঘটনাস্থলে মারা যায় এবং তার নানী গুরুত্বর আহত হন। স্থানীয় সাধারণ মানুষ তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মাহমুদ হোসেন জানান, সড়ক দূর্ঘটনার বিষয়টি শুনেছি। দূর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। দেবহাটা শিক্ষার্থী আসিফের পরিবারের পাশে জামায়াতের নেতৃবৃন্দ
রুহুলআমিন দেবহাটা প্রতিনিধি: বৈষম্য কোটা বিরোধী আন্দোলনে নিহত দেবহাটার আসিফ হাসানের কবর জিয়ারত করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতৃবৃন্দরা। শুক্রবার (৯ আগস্ট) সকালে উপজেলার আস্কারপুরের আসিফ হাসানের বাড়িতে যান নেতৃবৃন্দরা। জামায়াতে ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে নিহত আসিফ হাসানের পরিবারের সদস্যদের সাথে স্বাক্ষাত করেন এবং আতœার মাগফিরাত কামনায় কবর জিয়াতর ও দোয়া মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহাবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওলিউল রহমান, নায়েবী আমীর মহিউদ্দীন মাহমুদ, মাওলানা সামসুল আরিফ, বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ সুলাইমান হোসেন, সেক্রেটারী মাওলানা ইমদাদুল হক, নওয়াপাড়া ইউনিয়ন আমীর ইঞ্জিনিয়ার মাহাবুব আলম, সেক্রেটারী রবিউল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়