২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

সাতক্ষীরায় ১১ দফা দাবিতে পুলিশ সদস্যদের কর্মবিরতি ও শোক র‍্যালি

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
সমন্বয় কমিটির দেওয়া ১১ দফা বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালনের পাশাপাশি শুক্রবার (৯ আগস্ট) বিকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সে শোক র‍্যালি করেছেন পুলিশ সদস্যরা। তবে কবে নাগাদ তারা কাজে যোগ দেবেন সে বিষয়টি এখনো নিশ্চিত করে জানা যায়নি । শোক র‍্যালিতে অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা এসময় পুলিশ অফিসারদের বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরে তাদের শাস্তি দাবি করেন। একই সাথে পুলিশ সদস্যদের জীবনের নিরাপত্তার দাবি জানিয়ে বলেন, আমরা কারো শত্রু বা প্রতিপক্ষ না। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দায়িত্ব পালন করি। আমরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে লাঞ্ছিত হই। আমরা জনতার পুলিশ হতে চাই। আমরা কোনো রাজনৈতিক নেতা বা কারও পেটোয়া বাহিনী হিসেবে কাজ করতে চাই না। আপনারা যারা পুলিশের বিভিন্ন স্থাপনায় বা পুলিশের ওপর আক্রমণ করছেন, তাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের এভাবে আর আক্রমণ করবেন না। আমরা আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। সহকর্মীদের বিভিন্নভাবে হত্যা করা হচ্ছে। হত্যা করে তাদের লাশ ঝুলিয়ে রাখা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা আতঙ্কের মধ্যে দিন পার করছি। আমাদের দাবী না মানা পর্যন্ত কর্মবিরতি চলছ, চলবে। এ সময় পুলিশ সদস্যরা স্বাধীন কমিশন গঠন, পুলিশ বাহিনীকে সংস্কার করে দলীয় প্রভাব মুক্ত জনগনের কল্যাণে নিয়োজিত করা, কলংকিত পোষাকের রং পরিবর্তন করে কনস্টবল থেকে আইজি পর্যন্ত একই ড্রেসকোড, সকল পুলিশদের সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করাসহ ১১ দফা দাবির কথা তুলে ধরেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়