২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

সীমান্ত দিয়ে ভারত পালানোর সময় দুই আ.লীগ নেতা আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
দেশ ছেড়ে পালানোর সময় চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি চেকপোস্ট থেকে রাজশাহী সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রজব আলী ও তার সহযোগী জাকির হোসেনকে আটক করেছে বিজিবি। বুধবার (৭ আগস্ট) দুপুর ১টার দিকে তাদেরকে আটক করা হয়। আটক রজব আলী (৫০) রাজশাহী জেলার রাজপাড়া থানার গুড়িপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে এবং রাজশাহী মহানগর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নাজমুল হোসেন (৩৪) একই এলাকার আলি রেজা টগরের ছেলে ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য। এ ছাড়া সম্পর্কে তারা আপন চাচা ভাতিজা। দর্শনা আইসিপি চেকপোস্ট সূত্রে বিজিবি জানায়, বুধবার সকালে দুই পাসপোর্টধারী ব্যক্তি ভারতে যাওয়ার সময় সন্দেহ হয় বিজিবি সদস্যদের। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। এ সময় বিজিবির জিজ্ঞাসাবাদে তারা জানায় তারা পালিয়ে ভারতে চলে যাচ্ছেন। চুয়াডাঙ্গাস্থ-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়