২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

নতুন প্রেমে অনন্যা, প্রেমিকের সঙ্গে আম্বানিদের যোগসূত্র কি?

প্রতিদিনের ডেস্ক
বেশ আলোচনায় ছিল বলিউড অভিনেতা আদিত্য রয় কাপুর ও চাঙ্কি পাণ্ডের কন্যা অভিনেত্রী অনন্যা পাণ্ডের সম্পর্ক। প্রকাশ্যেই সম্পর্কে ছিলেন এই জুটি। এমনকী বিয়ের কথাও শোনা যাচ্ছিল তাদের। তবে হঠাৎ করেই ছন্দপতন! একে অপরের সঙ্গ ছেড়েছেন দুজন। তবে সাবেককে ভুলতে বেশিদিন সময় নেননি অনন্যা। নতুন প্রেমে ইতোমধ্যেই ডুব দিয়েছেন চাঙ্কি কন্যা। শোনা যাচ্ছে, অনন্ত আম্বানির বিয়েতে গিয়ে নতুন প্রেমিক খুঁজে পেয়েছেন এই বলিউড অভিনেত্রী।

সূত্র বলছে, বিয়ের আনন্দের মাঝে অনন্যা ও তার নতুন প্রেমিক নাকি অন্তরঙ্গ সময়ও কাটিয়েছে হোটেলের এদিক ওদিক। শুধু তাই নয়, নতুন বয়ফ্রেন্ডকে অনন্যার এতটাই পছন্দ হয়েছে যে, তার নামে লকেটও বানিয়ে ফেলেছেন অনন্যা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, অনন্যার নতুন প্রেমিকের নাম ওয়ালকার ব্লানকো। পেশায় তিনি একজন মডেল। তবে ওয়ালকারের রয়েছে অন্য আরেকটি পরিচয়ও। সূত্র বলছে, ওয়ালকার রিলায়েন্সের একটি ফ্যাশন কোম্পানির প্রচার সামলান।

অনন্যার সঙ্গে তার প্রথম আলাপ একটি বিজ্ঞাপনের শুটে গিয়েই। আর দুজনে প্রেমে পড়েছেন অনন্ত আম্বানির বিয়েতেই! ওয়ালকারের ইনস্টাগ্রাম ঘেঁটে দেখা যায়, তার প্রত্যেকটি ছবিতেই অনন্যার লাইক দেয়া রয়েছে। অন্যদিকে, অনন্যার ছবিতেও রয়েছে ওয়ালকারের ভালোবাসার চিহ্ন। তবে শুধু সামাজিক মাধ্যম নয়, ওয়ালকারের নামে লকেট বানিয়ে গলাতেও ঝুলিয়ে নিয়েছেন অনন্যা। তবে এই প্রেমের ব্যাপারে দুজনেই রয়েছেন চুপ। এখনো প্রকাশ্যে সম্পর্কের কথা জানাননি কেউই। গত দুই বছর ধরে আদিত্য ও অনন্যার প্রেম গুঞ্জন নিয়ে মত্ত ছিল বলিউড। তার পর হঠাৎই খবর ছড়িয়ে পড়ে, অনন্যা ও আদিত্য ব্রেকআপ করেছেন! এই নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও, আদিত্য ও অনন্যা দুজনেই নিজেদের হাবভাবে বুঝিয়ে দিয়েছেন যে তাদের সম্পর্কে তিক্ততা এসেছে। এখন আর একসঙ্গে নেই তারা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়