বাংলাদেশে ক্ষমতার পালাবদলে শপথ নিল অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস। উপদেষ্টা হিসেবে তাঁর সঙ্গে আছেন আরো ১৬ জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবার রাতে উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করান। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাঁরা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই সরকারের উপদেষ্টা হওয়া নাহিদ ও আসিফ দুজনই গণতান্ত্রিক ছাত্রশক্তি নামের একটি ছাত্রসংগঠনের নেতা। নাহিদ সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আর আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক। আসিফ এর আগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের নেতৃত্বাধীন রাজনৈতিক দল গণ-অধিকার পরিষদের ছাত্রসংগঠন ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন। নতুন সরকারের অন্য উপদেষ্টারা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর সম্পাদক আদিলুর রহমান খান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, সাবেক পররাষ্ট্রসচিব তৌহিদ হোসেন, ফারুক-ই-আজম, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডা. বিধান রঞ্জন রায়, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ, মানবাধিকারকর্মী ও গবেষক ফরিদা আখতার, নূরজাহান বেগম, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির ড. মাওলানা আ ফ ম খালিদ হাসান। সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায় ও ফারুক-ই-আজম ছাড়া বাকিরা বৃহস্পতিবার শপথ নিয়েছেন।
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে ‘প্রস্তুত’ থাকার কথা বলেছে যুক্তরাষ্ট্র সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের কয়েক ঘণ্টা আগে বিবৃতি দিয়ে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদি শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গত মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের অ্যানাপোলিসে এক সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারকে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সম্মান জানানোর ওপর গুরুত্বারোপ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে বাংলাদেশে দ্রুত স্বাভাবিকতা ফিরবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সামনে এখন অনেক চ্যালেঞ্জ। সরকারের চ্যালেঞ্জ এখন দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। দোকান, বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ধরনের অশান্তি-অস্থিরতা অব্যাহত থাকলে অর্থনীতিতে তা প্রভাব ফেলবে। অস্থিরতা বাড়বে। কাজেই কঠোর হাতে অরাজকতা দমন করতে হবে। এর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। দুর্নীতি দূর করে সুশাসন প্রতিষ্ঠাও একটি বড় চ্যালেঞ্জ।