১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

বাগআঁচড়ায় বিএনপির পৃথক অবস্থান কর্মসুচী ও বিক্ষোভ

হুমায়ন কবির মিরাজ, বাগআঁচড়া
কেন্দ্রীয় বিএনপির নির্দেশে সারাদেশে বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি পালন করেছে শার্শা উপজেলা বিএনপি। দুদিনের কর্মসূচির প্রথম দিনে ‘ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি সরকার ও তার দোসরদের বিচারের দাবিতে’ শার্শার বাগআঁচড়া বাজারে অবস্থান নেন নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার উপজেলা বিএনপির সদস্য ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর হোসেন ও কায়বা ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহারিয়ার হোসেন মুকুলের নেতৃত্বে ময়ুরী সিনেমা হলের সামনে অবস্থান কর্মসুচীর পাশাপাশি বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বাগআঁচড়া বাজার সড়ক প্রদক্ষিণ শেষে ময়ুরি সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাবু, মোনায়েম হোসেন, আবু তাহের, জামাল উদ্দিন ও হোসেন বাবলু,কায়বা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক ওলিয়ার হোসেন, মোসলেম আলি , শার্শা উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক কবির হোসেন, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ওসি উদ্দিন, যুগ্ম আহবায়ক তৈাহিদ হোসেন,শার্শা উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা আরজুসহ সহস্রাধিক বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অপরদিকে, একই দাবিতে বিএনপি নেতা মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে বাগআঁচড়া হাইস্কুলের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে বাগআঁচড়া বাজারে বিক্ষোভ মিছিল শেষে হাইস্কুল চত্বরে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আসাদুজ্জামান মিঠু, কায়বা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক তাজউদ্দীন, মসিয়ার রহমান, মিকাইল হোসেন মনা, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাকিবুল হাসান রিপন প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়