৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

যশোর নগর ও সদর উপজেলা বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক॥
যশোর নগর ও সদর উপজেলা বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত পৃথক দুটি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। নগর বিএনপির সভায় সভাপতিত্ব করেন, দলের সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু । সদর উপজেলা বিএনপির সভায় সভাপতিত্ব করেন, দলের সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন। পৃথক দুটি সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ, নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক তানভীর রায়হান তুহিন, আবুল কালাম আজাদ প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়