প্রতিদিনের ডেস্ক॥
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছেন ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ কুক। বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ৮ টায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন তিনি। নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ।
তিনি জানান, আজ বুধবার রাত ৮ টায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ কুক।খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। সম্প্রতি তার অবস্থা খারাপ হলে ফের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এমন পরিস্থিতিতে এবার তার সঙ্গে দেখা করতে আসছেন ব্রিটিশ রাষ্ট্রদূত।