প্রতিদিনের ডেস্ক॥
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন বেশির ভাগ শোবিজ তারকা। তবে বিপরীতেও ছিলেন অনেকে। বিশেষ করে গত সরকারের আমলে সুবিধাভোগী বেশ ক’জন তারকা এ আন্দোলনের সময় ছাত্রদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছেন। সে সংক্রান্ত এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। একটি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট ভাইরাল হয় গতকাল সকাল থেকে। যেখানে ‘আলো আসবেই’ নামক একটি চ্যাট গ্রুপে বেশ ক’জন শিল্পী ও সাংবাদিককে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কথা বলতে দেখা যায়। সেই গ্রুপে ছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সংসদ সদস্য ও নায়ক ফেরদৌস, অভিনয়শিল্পী অরুণা বিশ্বাস, জায়েদ খান, রিয়াজ, সোহানা সাবা, তারিন, সুইটিসহ ক’জনের নাম। সেখানে একাধিকজনের কথপোকথন দেখা যায়। একপর্যায়ে গ্রুপে একজন লিখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আগুন। ফায়ার সার্ভিস ও গণমাধ্যমকর্মীদের ঢুকতে দিচ্ছে না টোকাই জামায়াত ও শিবিরের মেধাবী আন্দোলনকারীরা।
এর বিপরীতে অরুণা বিশ্বাস লিখেন, গরম জল দিলেই হবে। অন্য একটি পোস্টে একজন সাংবাদিক নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ছাত্র আন্দোলনের পক্ষে করা একটি পোস্ট শেয়ার করে লিখেন, অস্ট্রেলিয়ায় বসে আল কায়েদার মতো জ্ঞান দেয়া হচ্ছে। তার মতো নোংরা, লোভী, হিংসুটে, হিংস্র, স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক মেধাবী এই মহাদেশে আর আসেনি, আর আসবেও না। স্ক্রিনশটগুলো এরইমধ্যে ব্যাপকভাবে আলোচনা তৈরি করেছে। অনেকেই অরুণা বিশ্বাসসহ ছাত্র আন্দোলনের বিরুদ্ধে উস্কে দেয়াদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও স্ক্রিনশটটি পোস্ট করে তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি দু’টি গণমাধ্যমের নাম উল্লেখ করে এসব শিল্পীদের পুনর্বাসন না করার আহ্বান জানান।