১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

শরণখোলায় এক কিশোরীর আত্মহত্যা

শামীম হাসান সুজন, শরণখোলা
শরণখোলা উপজেলার ৩ নং রায়েন্দা ইউনিয়নের রায়েন্দা বাজারে ভাড়া বাসায় লামিয়া আক্তার (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে শরণখোলা থানা সংলগ্ন শাহীনুর বেগমের বাসায় এ ঘটনা ঘটে। লামিয়া আক্তার তিনি শরণখোলা উপজেলার ২ নং খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের বাসিন্দা মোঃ সোহরাব হাওলাদারের মেয়ে। রায়েন্দা বাজারে শাহীনুর বেগমের বাসায় ভাড়া থেকে তার মায়ের সাথে বসবাস করতেন। জানা যায় আজ সকালে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন লামিয়া আক্তার। পরে তার মা ময়না বেগম দেখতে পেয়ে চিৎকার করে কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে শরণখোলা থানার সাব ইন্সপেক্টর (এস আই) আজিজের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করেন। তবে কী কারণে কিশোরী আত্মহত্যা করেছে এ বিষয়ে কিছু জানা যায়নি। এ ব্যাপারে জানতে চাইলে শরণখোলা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান খান বলেন সুরতহাল রিপোর্ট শেষে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বাগেরহাট সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়