প্রতিদিনের ডেস্ক॥
টেক জায়ান্ট অ্যাপল এলসিডি (লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে) প্রযুক্তির ব্যবহার সম্পূর্ণরূপে পরিত্যাগ করে ২০২৫ সাল থেকে সব আইফোন মডেলগুলো ওলেড (অর্গানিক লাইট-এমিটিং ডায়োড) ডিসপ্লেতে রূপান্তরের পরিকল্পনা করেছে। ওলেড ডিসপ্লে রঙের সঠিকতা, উন্নত কনট্রাস্ট ও ডার্ক স্ক্রিনে কম শক্তি ব্যবহারের জন্য পরিচিত, যে কারণে সম্প্রতি টেলিভিশন ও স্মার্টফোন নির্মাতারা এলসিডির পরিবর্তে ক্রমবর্ধমানভাবে ওলেড ডিসপ্লে বেছে নিচ্ছেন। ওলেড ডিসপ্লের ব্যবহার আইফোনের ভিজুয়াল অভিজ্ঞতা বাড়াবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে পরিবর্তনটি উৎপাদন খরচ ও মূল্য নির্ধারণেও প্রভাব ফেলতে পারে। খবর নিক্কেই এশিয়া