১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

মুখ খুললেন দেবলীনা

প্রতিদিনের ডেস্ক॥
সম্প্রতি যৌন হেনস্তার অভিযোগে পরিচালক অরিন্দম শীলকে বরখাস্ত করেছে ডিরেক্টর্স গিল্ড। তার ঠিক পরেই সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন একাধিক অভিনেত্রী। এবার এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী দেবলীনা দত্ত। সমাজমাধ্যমে তিনি লিখেন, সময় সব বলে দেয়। সময়কে কখনই চুপ করিয়ে রাখা যায় না। তিনি বলেন, সহকর্মীদের থেকে অরিন্দমদার নামে বহু অভিযোগ গত কয়েক বছর ধরে শুনে এসেছি। কিছু অভিযোগ আমি ব্যক্তিগতভাবে শুনেছি। সেগুলো প্রকাশ্যেই আসেনি। শুধু অভিনেত্রী নন, অরিন্দম শীলের সঙ্গে সহ-পরিচালক হিসেবে কাজ করেছেন এমনও অনেকে যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন। এ বিষয়ে দেবলীনা বলেন, আমি এতদিন এ বিষয়ে কিচ্ছু বলিনি।
আসলে মানুষটা তো সম্পর্কে আমার দাদা! আমার কাছে সম্মানের। কিন্তু তিনি সম্মান হারিয়েছেন। রাগের থেকেও বেশি দুঃখ হচ্ছে। আমি ও মা, দু’জনেই খুব আহত। সহকর্মীদের থেকে নানা অভিযোগ শুনেছেন দেবলীনা। তিনি বলেন, একবার তার সঙ্গে একটা অভিযোগ নিয়ে আলোচনা হয়েছিল। অভিযোগ যিনি করেছিলেন, তিনি আমার খুব কাছের বন্ধু। কিন্তু অরিন্দমদা বলেছিলেন, তাকে ফাঁসানো হচ্ছে। পুরো ঘটনাই মিথ্যা। তাই আমি একটু সংশয়ে ছিলাম। কিন্তু তারপর থেকে একাধিক অভিযোগ শুনেছি। একই মানুষের বিরুদ্ধে তো একই রকম অভিযোগ বার বার উঠতে পারে না!

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়