প্রতিদিনের ডেস্ক॥
জাপানের প্রযুক্তি জায়ান্ট সনি তাদের জনপ্রিয় প্লে স্টেশন ফাইভ কনসোলের একটি আপগ্রেড করা সংস্করণ পিএসফাইভ প্রো চালু করতে যাচ্ছে। নতুন সংস্করণটি আগামী ৭ নভেম্বর বাজারে আসবে। ডিভাইসটির দাম হবে ৭০০ ডলার ও প্রি-অর্ডার শুরু হবে ২৬ সেপ্টেম্বর। এটি ২০২০ সালের মূল প্লে স্টেশন ফাইভের দামের তুলনায় ৪০ শতাংশ বেশি। খবর সিএনএন।
নতুন কনসোলটিতে পূর্ববর্তী সংস্করণের তুলনায় অনেক বেশি শক্তিশালী কম্পিউটিং সক্ষমতা থাকবে বলে দাবি সনির। এ পরিবর্ধনের ফলে আরো উন্নত পারফরম্যান্স ও মসৃণ গেমপ্লে পাওয়া যাবে। পিএসফাইভ প্রোর প্রধান স্থপতি মার্ক সের্নি একটি ভিডিও উপস্থাপনায় বলেছেন, ডিভাইসটি সনির নির্মিত সবচেয়ে শক্তিশালী কনসোল।সনি পিএসফাইভ প্রোতে মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) লাইব্রেরির জন্য বিশেষ হার্ডওয়্যার অন্তর্ভুক্ত করেছে। এ কাস্টম হার্ডওয়্যার চিত্রের স্বচ্ছতা বাড়াবে ও ভিজুয়ালকে আরো তীক্ষ্ণ করে তুলবে বলে জানিয়েছে টেক জায়ান্টটি। তবে পিএসফাইভ প্রোতে বিল্ট-ইন ডিস্ক ড্রাইভ থাকবে না, এটি আলাদাভাবে কিনে নিতে হবে।
একটি ব্লগ পোস্টে সনি লিখেছে, কনসোলটি কেবল নতুন গেমসের জন্যই ভালো পারফরম্যান্স প্রদান করবে না, বরং পুরনো গেমসের কর্মক্ষমতাও উন্নত করবে।