২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

চীনা পণ্যে মার্কিন শুল্ক বৃদ্ধির বিরোধিতা বেইজিংয়ের

প্রতিদিনের ডেস্ক
বাণিজ্য সংক্রান্ত আইনের ৩০১ নম্বর ধারার অপব্যবহার করে কিছু চীনা পণ্যে শুল্ক বাড়ানোর মার্কিন সিদ্ধান্তের দৃঢ় বিরোধিতা করেছে চীন। শনিবার (১৪ সেপ্টেম্বর) চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে এ কথা। চীনা সংবাদমাধ্যম সিজিটিএন এ খবর জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে চীন বিষয়টি একাধিকবার যুক্তরাষ্ট্রের কাছে গুরুতরভাবে উপস্থাপনা করেছে এবং মার্কিন পদক্ষেপগুলো একতরফাবাদ ও সুরক্ষাবাদেরই চর্চা। চীনা বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, পদক্ষেপগুলো শুধু আন্তর্জাতিক বাণিজ্য শৃঙ্খলা এবং বিশ্বব্যাপী শিল্প ও সরবরাহ চেইনের নিরাপত্তা ও স্থিতিশীলতাকেই ক্ষতিগ্রস্ত করেনি, বরং তারা তাদের নিজস্ব বাণিজ্য ঘাটতি ও শিল্প প্রতিযোগিতামূলক সমস্যাগুলোর সমাধানে ব্যর্থ হয়েছে। আর এ কারণেই আমদানিকৃত পণ্যের দাম বেড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন পক্ষকে অবিলম্বে ভুল সংশোধনের অনুরোধ করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় আরও জানিয়েছে, চীন তাদের উদ্যোগের স্বার্থ রক্ষার জন্য দৃঢ় পদক্ষেপ নেবে।
সূত্র: সিএমজি

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়